স্বপ্নের জঙ্গলে হারাতাম দুজনে, পাঁকে গেঁথে যেত পা।
চুঁইয়ে পড়তো বৃষ্টির রেশ লাগা পাতা হতে হীরেকুঁচির মত জল,
ভীজে জঙ্গলে তখন সবুজের দাবানল। আমরা দুইটি কিশোর-
কাঁধে হাত রাখা রাখি করে হাঁটতাম আরো গভীরে।
পিছনে নগর জীবন ফেলে রাখা, রাস্তায় দৈত্য দানবের শব।
রূপকথার মত পক্ষীরাজ হয়তো আসবে এখুনি, পিঠে নিয়ে উড়ে যাবে
সূর্যাস্তের পানে, রক্তিম দিগন্তে ছায়া ফেলে পৃথিবীর বুক চিরে
অন্ধকারের দেশে যেখানে নীল নক্ষত্রের মত সাপের মনি
জ্বল জ্বল করবে আর আমরাও দুইটি তারার মত চমকাবো তারই পাশে।
শুধু স্বপ্নের জঙ্গলে পড়ে থাকা দুই জোড়া হাওয়াই চপ্পল,
সবাইকে বলে দেবে দুইটি কিশোর হারিয়েছে সুর্যাস্তের পানে।

- Follow Me on Twitter!
- "Join Me on Facebook!
- RSS
Contact