Showing posts with label Realistic. Show all posts
Showing posts with label Realistic. Show all posts
20 September, 2012 0 comments

ওহে হাঁদারাম

কেউ দেয় কাঁথা-কানি, কেউ দেয় মশারী,

জনগণ আছে কম বেশী আছে ভিখারি।

একশটা দিন ধরে কাজ দিয়ে বলে কেউ,

‘বছরের বাকী দিন করে যাও ভেউ-ভেউ’।

বিধবার পেনশন সধবাও ঝেড়ে দেয়,

সরকার টাকা গাছ নেতাগণ নেড়ে নেয়।

নিজেরাই লাঠালাঠি; ফাটাফাটি মাথা ভাই

বলে সবে মাথা আছে তার নাকি মাথা নাই।

টিভি আছে, গাড়ি আছে তাও নাকি বিপিএল,

সস্তায় চাল পায়, বেচে দিয়ে কেনে তেল!

সেই তেল ঠিক ভাবে দিলে ঠিক জায়গায়,

সব পাবে হেসে খেলে সরকারী খরচায়,

চাকরী তাও পাবে দিলে পান খরচা,

পেয়ে যাবে জব-কার্ড, পেয়ে যাবে পরচা।

আর যদি বল এসে ওটা মোর অধিকার,

চান্স আছে খুব জেনো সোজা ঘাড় ধাক্কার।

তাই ছিটে ফোঁটা পেলে চেটেপুটে খেয়ে নাও,

হিসাবের ধাঁধা শুনে কেন হাঁদা হতে চাও?

23 April, 2012 0 comments

দারুন এই সময়


দারুন এই সময় কোন দূর্ভিক্ষ হয় না কেন?
মহামারীতে লোক মারা পড়ে না মাছির মত।
যারা পাপ করে বা করেছিল তাদের সাজা মাফ হয়ে যায়,
ঈশ্বরের জৌলুস ম্লান, খস খসে পুরানো কাপড়,
সময় শুধু গতিযুক্ত দূর পাল্লার ট্রেন,
মানুষ এত সহজে ভুলে যায় সব কিছু।

এভাবে বেঁচে থাকতে হবে! ভুলে যেতে হবে পুরানো হিসাব-
দয়া-মায়া, পাপ- পুন্য শুধু কাগজের কথা-
তার কোন অর্থ নেই আজকের দিনে,
দারুন এই সময় দারু ছাড়া আর কোন বাস্তবতা নেই,
আছে ঠন ঠনে মাটি আর তার উপর কংক্রিটের স্তর,
আছে বাড়ি, আছে এসি, বিছানা আর ব্যাভিচার,
কেন কোন দারুন সুনামি নেই- দারুন এই সময়।
 
;