22 February, 2018

সব ভাল লাগে


একাল সেকালের পার্থক্যে জীবনযাত্রার খুঁত খুঁজে ফিরি
যা ছিল ভাল সব পুরাকালে। একালে শুধু বেঁচে থাকা আর লড়াই।
এভাবে থাকতে থাকতে চিরদিন নিজেকে বঞ্চনা করেছি
ভালভাবে বেঁচে থাকা থেকে, শুধুই হা-হুতাশ
কি কি পাইনি কি কি পাবোনা আর কি পেয়েও ভীষন অখুশি
শুধু এ সবের হিসাব নিকাশে খাতা ভর্তি হয়ে গেছে
জীবনের পাতা ভর্তি হয় নি জীবনের সেই সব শাদা দিন গুলির
কথা ভেবে আজ বড় দুঃখ হয়। আমি আর বাঁচবনা এভাবে।
আমার আজ থেকে তাই সব ভাল লাগে, আমার সব ভাল লাগে।

No comments:

 
;