27 November, 2011 0 comments

অচিন গ্রহ

আমি থাকি দূরে, কোন এক অচেনা গ্রহে

সেখানে পৃথিবীর মানুষের হিসেব মেলে না।

অথচ সেখানে গণিত জটিল নয় পৃথিবীর মত।

হিসেব সেখানে খুব সোজা, খুব সিধে সাধা,

শরীরের আগে থাকে সেখানে মন, কারণ

পেট পুজো সেখানে পূজার মধ্যে পড়ে না।

হ্রদয়ের কাটাকুটিতে দক্ষ ডাক্তার হয়ত হ্রদয়ের

সব তাল-সুর নাও বুঝতে পারে আমাদের গ্রহে

গ্রহণ লাগে না কখনো, চোখের সামনে দেখতে হয় না

অনুভূতি হীন দেহ, নিষ্পাপ চোখের সামনে পড়ে থাকে না

রক্তাক্ত মৃতদেহ। আঁধারের ভয়ে লোহার গরাদের পিছনে কাটাতে হয় না জীবন

আমাদের গ্রহে সূর্য পাটে বসে না কখনো, আসে না সন্ধ্যা ক্ষণ।

 
;