Showing posts with label Love. Show all posts
Showing posts with label Love. Show all posts
20 September, 2012 0 comments

না বলা কথা গুলি

হ্রদয়ের সব কথা সব সময় বলা যায় না।

কিন্তু কুরে কুরে খায় তারা হ্রদয়ের অন্তরাল।

স্বাভাবিকতা থেকে সরে আসে মন

তার থাকে শুধুই ক্রন্দন।

বুকের লোমের ফাঁকে ফাঁকে

বিন্দু বিন্দু ঘামের মত লেপটে থাকে তারা-

সেই সব কথার সূত্র ধরেই আমি বেঁচে থাকি।

নিজেকে ভুলে অঘ্রানের মাঠে মাঠে ঘুরি,

তুলে রাখি কৃষকের ফেলে যাওয়া ধানের শীষের মত স্মৃতি।

যা তুমি দিয়েছিলে নদী তীরে সেই গাছের তলায় বা একসাথে

কোন এক অচেনা রিক্সায় হঠাৎ কোলে বসে।

06 July, 2012 0 comments

বালির ঘর

বাস্তব থেকে অনেক দূরে যেখানে নীল সুমুদ্র; শাদা বালি আর
সোঁদা হাওয়ায় পাল তোলা বলাকার খসে যাওয়া পালকের মত,
নীল আকাশের সাথে পৃথিবী মিশে যায়,
 সেখানে নিস্তব্ধঃ কোন দোদুল নৌকায়, 
তোমাকে জড়িয়ে ধরে যদি বলি-
'আমি শুধু তোমাকেই ভালবাসি', 
জানি; ভুরু কুঁচকে তুমি তাকাবে আমার দিকে!

পাখীর ডানা প্রসারিত নীল আকাশে।
কত সহজে কতে উপরে উঠে যায়, দেখে-
জমাট বাঁধা ঝাউবন; সুমুদ্র তীরে গুছিয়ে রাখা জাল;
মরা জেলীফিস বা এদিকে ওদিকে ছড়ানো কাঁকড়ার কঙ্কাল,
আর সুমদ্রের কালচে শ্যাওলা। 
আমি তোমার দু চোখ দেখি,সেখানে অবিশ্বাস;
 ঢেউয়ের মত আছড়াতে থাকে আমার ভালবাসার বীচে।
আমার সাজান বালির ঘর টেনে নিয়ে যায় সাগর গহীনে।
 
;