22 February, 2018

ভালবাসা


উন্মাদনা আর আবেগ আর ভালবাসা টাসা যা কিছু ছিল 
নিমেষে উড়ে যায়, বিছানার চাদরে শরীর ঢেকে অবলুপ্ত প্রেমের চিতা জলে ধিকি ধিকি,
তখনো ঘামের গন্ধ তার সারা গালে, সিক্ত চুম্বনের আবেশ দুই চোখ জুড়ে,
কিন্তু কোথা প্রেম, আর তার ঝরে পড়ে থাকা করবীর সৌগন্ধ-
এর থেকে ঢের বেশী ভালো ছিল, লোক লজ্জার ভয়,
পূর্নিমার রাতে কোন পুলের সিঁড়িতে বসে থাকা, দূরে গাছের আড়ালে থাক থাক অন্ধকার।
আমি বোবা হয়ে যেতাম তোমাকে ফিরে যেতে হবে বলে।
এখন খুব কাছা কাছি, আমি নদী তুমি পাড় -
আমি ধাক্কা দিই তুমি ঝরে ঝরে পড়,
ভালো বাসা বালি হয়ে গেছে, 
কখনো সখনো বালি খুঁড়ে এখন জল খাওয়া চলে-
খুব পরিস্কার কিন্তু হয়তো বিষাক্ত।

No comments:

 
;