06 July, 2012

বালির ঘর

বাস্তব থেকে অনেক দূরে যেখানে নীল সুমুদ্র; শাদা বালি আর
সোঁদা হাওয়ায় পাল তোলা বলাকার খসে যাওয়া পালকের মত,
নীল আকাশের সাথে পৃথিবী মিশে যায়,
 সেখানে নিস্তব্ধঃ কোন দোদুল নৌকায়, 
তোমাকে জড়িয়ে ধরে যদি বলি-
'আমি শুধু তোমাকেই ভালবাসি', 
জানি; ভুরু কুঁচকে তুমি তাকাবে আমার দিকে!

পাখীর ডানা প্রসারিত নীল আকাশে।
কত সহজে কতে উপরে উঠে যায়, দেখে-
জমাট বাঁধা ঝাউবন; সুমুদ্র তীরে গুছিয়ে রাখা জাল;
মরা জেলীফিস বা এদিকে ওদিকে ছড়ানো কাঁকড়ার কঙ্কাল,
আর সুমদ্রের কালচে শ্যাওলা। 
আমি তোমার দু চোখ দেখি,সেখানে অবিশ্বাস;
 ঢেউয়ের মত আছড়াতে থাকে আমার ভালবাসার বীচে।
আমার সাজান বালির ঘর টেনে নিয়ে যায় সাগর গহীনে।

No comments:

 
;