06 July, 2012

সুখের জীবন

দু-টাকার আলু আর দু টাকার চাল,
তার সাথে মেগে আনা মুরগীর ছাল।
ফেন দিয়ে ভাত মারি, ভুলে গেছি ডাল।
রসে বশে তাই ধ্বসে, কেটে যায় কাল।

রাজা-গজা লালবাতি ভেঁপু দিয়ে চলে,
স্টেজ করে, লেজ পরে মোর কথা বলে,
আমি নাকি সুখে আছি পড়ে যাঁতা কলে,
আর খুব বাজে হত লাল পার্টি হলে।

আমি শালা বোকা দাদা অত কি যে বুঝি !
চুপ করে বিঁড়ি টেনে কথা গুলি খুঁজি-
যে যে কথা বলে গেছে তাই করে পুঁজি,
রাজপথ হয়ে গেল কত গলি ঘুঁজি।

No comments:

 
;