সরীসৃপ জীবন, কারখানার ধোঁয়ার কুন্ডলী মেঘের মতন।
বৃষ্টি নয়; একদিন রক্ত ঝরবে ওই মেঘ থেকে।
আমরা সেইদিন আন্দোলন করব, মুঠো করা হাত উঠবে ঝিকিয়ে ঝিকিয়ে
ধারালো তরবারীর মত সেই রক্ত বৃষ্টির মাঝ খান হতে, সে রক্ত নদী হতে।
আর কত চাই! আর কী কী দরকার! আর কত সবুজ ছিঁড়ে ছিঁড়ে
উলঙ্গ করবো পৃথিবীকে! আর কত চুষে নেবো প্রানরস
আর কত ছিবড়ে করবো সোয়াবিনের বড়ির মত,
আর কত ওজনে মাপব মাংসের পরিমাপ-
আর কতটা সেদ্ধ হলে পৃথিবী সহজপাচ্য হবে?
সর্বভুক মানুষের দল এবার গিলছে পৃথিবীকে,
অ-য়ে অজগরের মতন।
বৃষ্টি নয়; একদিন রক্ত ঝরবে ওই মেঘ থেকে।
আমরা সেইদিন আন্দোলন করব, মুঠো করা হাত উঠবে ঝিকিয়ে ঝিকিয়ে
ধারালো তরবারীর মত সেই রক্ত বৃষ্টির মাঝ খান হতে, সে রক্ত নদী হতে।
আর কত চাই! আর কী কী দরকার! আর কত সবুজ ছিঁড়ে ছিঁড়ে
উলঙ্গ করবো পৃথিবীকে! আর কত চুষে নেবো প্রানরস
আর কত ছিবড়ে করবো সোয়াবিনের বড়ির মত,
আর কত ওজনে মাপব মাংসের পরিমাপ-
আর কতটা সেদ্ধ হলে পৃথিবী সহজপাচ্য হবে?
সর্বভুক মানুষের দল এবার গিলছে পৃথিবীকে,
অ-য়ে অজগরের মতন।

- Follow Me on Twitter!
- "Join Me on Facebook!
- RSS
Contact