10 December, 2008

Post5

রাজনীতি মানে কি? কেঊ কেঊ বলে রাজত্ব কর, কোন নীতি ছাড়া। কথাটা নিষ্ঠুর হলেও সত্যি। আমরা যাদেরকে বেছে বেছে আমাদের প্রতিনিধি করে দেশ শাষনের জন্য পাঠাই তারা সেখানে পৌঁছে আমাদের উপর ছড়ি ঘোরাতে শুরু করে। এর প্রতিকার নেই। যারা ক্ষমতা লোভী তারা ক্ষমতা পেলে অন্ধ হয়ে যায়। তবে আমরা কি করবো! বাছাবাছি এড়াতে ভোট কেন্দ্রে যাওয়া ছেড়ে দেবো না প্রতিবাদ করবো। যাই করি না কেন কোন উপায় নেই। তাহলে কিসের স্বাধীনতা কিসের গনতন্ত্র? কি দরকার ছিলো মুক্তিকামী সেই অসাধারন মানুষগুলির বলিদানের, যাদের রক্তের বিনিময়ে আমরা পেলাম কাগুজে স্বাধীনতা কগুজে গনতন্ত্র। যারা তুষ্ট নয় তারা প্রতিবাদ করে। আর প্রতিবাদ করলেই আজ আর সে বিপ্লবী নামে অভিহিত হয় না। তাকে সাজানো হয় সন্ত্রাসবাদী। আর সরকারি সন্ত্রাস সেগুলি হয় বিপক্ষের রাজনীতির সূত্র। সাধারন মানুষ আজ ভারতবর্ষের শাষন ব্যাবস্থাকে ভালোবাসে না ভয় পায় সে সত্যর মুখোমুখি না হওয়াই ভালো। অথচ এই তো আমদের দেশ। এখানে আমি জন্মেছি। আমার অধিকার আছে কিছু বলার কিছু করার। কিন্তু কিছু করার বা বলার উপায় নেই। তবে কি তারাই ঠিক করে যারা গা বাঁচিয়ে চলে। কিন্তু যখন গোটা দেশ ডুববে তখন যতই গা বাঁচাই আমকেউ তো ডুবতে হবে। মাটি কে শক্ত না করলে পায়ের তলার মাটি কখন সরে যাবে কে বলতে পারে। রাজনীতি আজ আর রাষ্ট্রসেবা নয় রাজনীতি আজকে ভোটভিত্তিক এবং কিছু নোংরা লোকের বাসর ঘর। তাই এর থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় আছে। যারা প্রতিদিন আয়নার সামনে দাঁড়ালে গ্লানি বোধ করেন না, যাদের মন থেকে মানবিকতা মুছে যায় নি তাদেরকে সক্রিয় রাজনীতিতে অংশগ্রহন করতে হবে।


 

©সুজেশ

No comments:

 
;