22 February, 2018 0 comments

সব ভাল লাগে


একাল সেকালের পার্থক্যে জীবনযাত্রার খুঁত খুঁজে ফিরি
যা ছিল ভাল সব পুরাকালে। একালে শুধু বেঁচে থাকা আর লড়াই।
এভাবে থাকতে থাকতে চিরদিন নিজেকে বঞ্চনা করেছি
ভালভাবে বেঁচে থাকা থেকে, শুধুই হা-হুতাশ
কি কি পাইনি কি কি পাবোনা আর কি পেয়েও ভীষন অখুশি
শুধু এ সবের হিসাব নিকাশে খাতা ভর্তি হয়ে গেছে
জীবনের পাতা ভর্তি হয় নি জীবনের সেই সব শাদা দিন গুলির
কথা ভেবে আজ বড় দুঃখ হয়। আমি আর বাঁচবনা এভাবে।
আমার আজ থেকে তাই সব ভাল লাগে, আমার সব ভাল লাগে।
0 comments

ফেরা


দূর দিগন্তে গ্রামগুলি জঙ্গলের ফাঁকে ফাঁকে দেখা যায়,

দিগন্ত চিরে লাল মাটির রাস্তা সব চলে গেছে সেদিকেই,

কালো মাছির মত ছোট দেখায় রাখাল বালক আর তার সাথে

ঘরে ফেরা গরু-মোষ-ছাগল। জঙ্গলে তখন পাখিদের কিচির মিচির।

আমি ফিরে আসছিলাম বাড়ী, নতুন গোবরে নিকানো দাওয়া,

জামবাটি ভরা মুড়ি নারকেল, আর দু-পলা সরষের তেল।

শুধু পা ছড়িয়ে খাবো বলে, টানা কুড়ি বছর পর।



গ্রামে ঢুকে দেখলাম অন্ধকার, সমস্ত গ্রামে শ্মশানের স্তব্ধতা,

নিকানো উঠান কারা খুঁড়ে দিয়ে গেছে, জামবাটি পড়ে আছে

কাঠের ঘোড়ার খুলে যাওয়া চাকার মতন,

জংগলে মাওবাদী নামে নতুন জানোয়ার এসেছে,

তাই শিকারের আয়োজন। আমি ছুটতে থাকলাম জোরে

দিগন্ত থেকে পিচ রাস্তার দিকে, শহরে যেতে হবে এক্ষুনি

আমার শিকড় সরকার খুঁড়ে দিয়ে গেছে, ঝড় ওঠার আগে

মাটি খুঁজে নিতে হবে ক্রংক্রিটের মেঝেয়। আঃ কি নিরাপদ!
0 comments

ভালবাসা


উন্মাদনা আর আবেগ আর ভালবাসা টাসা যা কিছু ছিল 
নিমেষে উড়ে যায়, বিছানার চাদরে শরীর ঢেকে অবলুপ্ত প্রেমের চিতা জলে ধিকি ধিকি,
তখনো ঘামের গন্ধ তার সারা গালে, সিক্ত চুম্বনের আবেশ দুই চোখ জুড়ে,
কিন্তু কোথা প্রেম, আর তার ঝরে পড়ে থাকা করবীর সৌগন্ধ-
এর থেকে ঢের বেশী ভালো ছিল, লোক লজ্জার ভয়,
পূর্নিমার রাতে কোন পুলের সিঁড়িতে বসে থাকা, দূরে গাছের আড়ালে থাক থাক অন্ধকার।
আমি বোবা হয়ে যেতাম তোমাকে ফিরে যেতে হবে বলে।
এখন খুব কাছা কাছি, আমি নদী তুমি পাড় -
আমি ধাক্কা দিই তুমি ঝরে ঝরে পড়,
ভালো বাসা বালি হয়ে গেছে, 
কখনো সখনো বালি খুঁড়ে এখন জল খাওয়া চলে-
খুব পরিস্কার কিন্তু হয়তো বিষাক্ত।
0 comments

দারুন এই সময়

                        দারুন এই সময় কোন দূর্ভিক্ষ হয় না কেন?
মহামারীতে লোক মারা পড়ে না মাছির মত।
যারা পাপ করে বা করেছিল তাদের সাজা মাফ হয়ে যায়,
ঈশ্বরের জৌলুস ম্লান, খস খসে পুরানো কাপড়,
সময় শুধু গতিযুক্ত দূর পাল্লার ট্রেন,
মানুষ এত সহজে ভুলে যায় সব কিছু।
এভাবে বেঁচে থাকতে হবে! ভুলে যেতে হবে পুরানো হিসাব-
দয়া-মায়া, পাপ- পুন্য শুধু কাগজের কথা-
তার কোন অর্থ নেই আজকের দিনে,
দারুন এই সময় দারু ছাড়া আর কোন বাস্তবতা নেই,
আছে ঠন ঠনে মাটি আর তার উপর কংক্রিটের স্তর,
আছে বাড়ি, আছে এসি, বিছানা আর ব্যাভিচার,
কেন কোন দারুন সুনামি নেই- দারুন এই সময়।
 
;