23 April, 2012

দারুন এই সময়


দারুন এই সময় কোন দূর্ভিক্ষ হয় না কেন?
মহামারীতে লোক মারা পড়ে না মাছির মত।
যারা পাপ করে বা করেছিল তাদের সাজা মাফ হয়ে যায়,
ঈশ্বরের জৌলুস ম্লান, খস খসে পুরানো কাপড়,
সময় শুধু গতিযুক্ত দূর পাল্লার ট্রেন,
মানুষ এত সহজে ভুলে যায় সব কিছু।

এভাবে বেঁচে থাকতে হবে! ভুলে যেতে হবে পুরানো হিসাব-
দয়া-মায়া, পাপ- পুন্য শুধু কাগজের কথা-
তার কোন অর্থ নেই আজকের দিনে,
দারুন এই সময় দারু ছাড়া আর কোন বাস্তবতা নেই,
আছে ঠন ঠনে মাটি আর তার উপর কংক্রিটের স্তর,
আছে বাড়ি, আছে এসি, বিছানা আর ব্যাভিচার,
কেন কোন দারুন সুনামি নেই- দারুন এই সময়।

No comments:

 
;