কেউ দেয় কাঁথা-কানি, কেউ দেয় মশারী,
জনগণ আছে কম বেশী আছে ভিখারি।
একশটা দিন ধরে কাজ দিয়ে বলে কেউ,
‘বছরের বাকী দিন করে যাও ভেউ-ভেউ’।
বিধবার পেনশন সধবাও ঝেড়ে দেয়,
সরকার টাকা গাছ নেতাগণ নেড়ে নেয়।
নিজেরাই লাঠালাঠি; ফাটাফাটি মাথা ভাই
বলে সবে মাথা আছে তার নাকি মাথা নাই।
টিভি আছে, গাড়ি আছে তাও নাকি বিপিএল,
সস্তায় চাল পায়, বেচে দিয়ে কেনে তেল!
সেই তেল ঠিক ভাবে দিলে ঠিক জায়গায়,
সব পাবে হেসে খেলে সরকারী খরচায়,
চাকরী তাও পাবে দিলে পান খরচা,
পেয়ে যাবে জব-কার্ড, পেয়ে যাবে পরচা।
আর যদি বল এসে ওটা মোর অধিকার,
চান্স আছে খুব জেনো সোজা ঘাড় ধাক্কার।
তাই ছিটে ফোঁটা পেলে চেটেপুটে খেয়ে নাও,
হিসাবের ধাঁধা শুনে কেন হাঁদা হতে চাও?

- Follow Me on Twitter!
- "Join Me on Facebook!
- RSS
Contact