06 July, 2012 0 comments

সুখের জীবন

দু-টাকার আলু আর দু টাকার চাল,
তার সাথে মেগে আনা মুরগীর ছাল।
ফেন দিয়ে ভাত মারি, ভুলে গেছি ডাল।
রসে বশে তাই ধ্বসে, কেটে যায় কাল।

রাজা-গজা লালবাতি ভেঁপু দিয়ে চলে,
স্টেজ করে, লেজ পরে মোর কথা বলে,
আমি নাকি সুখে আছি পড়ে যাঁতা কলে,
আর খুব বাজে হত লাল পার্টি হলে।

আমি শালা বোকা দাদা অত কি যে বুঝি !
চুপ করে বিঁড়ি টেনে কথা গুলি খুঁজি-
যে যে কথা বলে গেছে তাই করে পুঁজি,
রাজপথ হয়ে গেল কত গলি ঘুঁজি।
0 comments

বালির ঘর

বাস্তব থেকে অনেক দূরে যেখানে নীল সুমুদ্র; শাদা বালি আর
সোঁদা হাওয়ায় পাল তোলা বলাকার খসে যাওয়া পালকের মত,
নীল আকাশের সাথে পৃথিবী মিশে যায়,
 সেখানে নিস্তব্ধঃ কোন দোদুল নৌকায়, 
তোমাকে জড়িয়ে ধরে যদি বলি-
'আমি শুধু তোমাকেই ভালবাসি', 
জানি; ভুরু কুঁচকে তুমি তাকাবে আমার দিকে!

পাখীর ডানা প্রসারিত নীল আকাশে।
কত সহজে কতে উপরে উঠে যায়, দেখে-
জমাট বাঁধা ঝাউবন; সুমুদ্র তীরে গুছিয়ে রাখা জাল;
মরা জেলীফিস বা এদিকে ওদিকে ছড়ানো কাঁকড়ার কঙ্কাল,
আর সুমদ্রের কালচে শ্যাওলা। 
আমি তোমার দু চোখ দেখি,সেখানে অবিশ্বাস;
 ঢেউয়ের মত আছড়াতে থাকে আমার ভালবাসার বীচে।
আমার সাজান বালির ঘর টেনে নিয়ে যায় সাগর গহীনে।
0 comments

অজগর

সরীসৃপ জীবন, কারখানার ধোঁয়ার কুন্ডলী মেঘের মতন।
বৃষ্টি নয়; একদিন রক্ত ঝরবে ওই মেঘ থেকে। 
আমরা সেইদিন আন্দোলন করব, মুঠো করা হাত উঠবে ঝিকিয়ে ঝিকিয়ে
ধারালো তরবারীর মত সেই রক্ত বৃষ্টির মাঝ খান হতে, সে রক্ত নদী হতে।
আর কত চাই! আর কী কী দরকার! আর কত সবুজ ছিঁড়ে ছিঁড়ে
উলঙ্গ করবো পৃথিবীকে! আর কত চুষে নেবো প্রানরস
আর কত ছিবড়ে করবো সোয়াবিনের বড়ির মত,
আর কত ওজনে মাপব মাংসের পরিমাপ-
আর কতটা সেদ্ধ হলে পৃথিবী সহজপাচ্য হবে?
সর্বভুক মানুষের দল এবার গিলছে পৃথিবীকে,
অ-য়ে অজগরের মতন।
 
;