10 December, 2008

Post081220082

"শ্যামল মাঝি"


 

শ্যামল আবার মাছ ধরে

কাল রাতে তার বউ হয়েছে গত।

শ্যামল আবার নৌকা বায়

কালো রাতের কালপুরুষের মত।

শ্যামল চোখ শুকনো করে রাখে

দু চোখ শুধু ঘুমের ঘোরে লাল,

আজ শ্যামলের বাঁধন হারা প্রান-

ওই শ্যামলের বৌ মরেছে কাল।

আজ শ্যামলের যৌন সুখের সাথী

আর খাবেনা মুখ বুজে দুই লাথি,

তাড়ির গন্ধে কাঁদবেনা আর ভয়ে

খড়ের ঘরের ধর্না পানে চেয়ে।

আজ শ্যামলের সত্যি একা চলা,

মাছের গন্ধে ভরবে না আর প্রান,

আজ শ্যামলের সত্যি বিষাদ ভরা,

হ্রদয় মাঝে মন্দলয়ের গান(ভাটিয়ালী)।

No comments:

 
;