07 December, 2008

Poems2

দোষারোপ


এখানে চাঁদের আলো কম, এখানে জীবনের প্রাচুর্যও কম।
এখানে কম সবকিছুই - শুধু বেশী বেশী বেঁচে থাকার ইচ্ছা।
কারা আমাদের বাঁচিয়ে রাখে, কারা আমাদের দেয় অন্ন-জল।
কাদের কৃপাবৃষ্টিতে আমদের আশার বীজের অঙ্কুরোদগম হয়-
আমরা এসব ভাবিনি কোনদিন, ভাবার কিই বা প্রয়োজন!
যারা ভাবে তারা অন্ধকারে থাকে- আলোতে তারা আলুথালু!
আকাশ থেকে গম বৃষ্টি হলেও যারা রুটি খায় না তাদের কি লাভ।
আমরা ও আমদের আখাঙ্খা গুলি নিয়েই আমরা বেশ আছি-
ঘটনার ঘনঘটা যাদের তারা সখের মানুষ।
আমরা মজুদর শ্রেনী, কালকের কথা না ভাবলেও চলবে আমাদের।

No comments:

 
;