13 December, 2008

Don’t Cry

আর কেঁদোনা রক্ত ঝরাও বুকে,

টিপির টিপির বৃষ্টি ঝরার মত,

চাইনাগো জল তোমার কালো চোখে

আগুন জ্বলুক তুমিও জ্বলো তত।


 

আজ আগুনের মুখে আঘাত করে

দাও পুড়িয়ে ভদ্র ভাষা যত,

আজ বাঁশীতে বিষের ভাষা ভরে

সকল প্রানে দাও করে দাও ক্ষত।


 

আজ আকাশের বুক ছিঁড়ে দাও জোরে

আজ পাহাড়ের গা টলিয়ে দাও,

আজ সাগরের ঘাড়খানাকে ধরে

কচমচিয়ে মুন্ডু খানা খাও।


 

আজ ঘাতকের কুঠার হাতে তোলা।

আজ জীবনের দাও করে দাও শেষ।

আজ তোমারই দীক্ষা নেওয়ার পালা

আজ তোমারই সব্বর্হারার বেশ।


 

আজ কেঁদোনা রক্ত ঝরাও বুকে

টিপির টিপির বৃষ্টি পড়ার মত

আজ নরকের দাও না তুলে মুখে

প্রানের মেলা যেথায় আছে যত।


 

©Sujesh

No comments:

 
;