08 December, 2008

POEM-3

রাত্রি


 

যখন আবার রাত্রি এলো ফিরে, মাথায় দিয়ে ঘোমটা আড়াল করে

চোখের দেখা দেখবো বলে আমি ছিলাম জেগে সারা রাত্রির ধরে।

আকাশ থেকে পড়লো কত তারা হিমের মত সুক্ষ কনা হয়ে

সবুজ বনে আঁধার মাখা জল কতই গেলো নদীর মাঝে বয়ে।

পাখির ডানায় আবছা আলো মাখা, জোনাই জলে গাছের ডালে ডালে

ধাক্কা খেলো পাগলা এলো হাওয়া অন্ধকারে জ়েলে নৌকার পালে।

দেখছি আমি সকল ঘটে যাওয়া অন্ধকারে মৌনী বাবার মত-

রাত্রি আমার মনের গহন দেশে, রাত্রি আমার হ্রদয় রানীর মত।


 

-সুজেশ

No comments:

 
;