07 December, 2008

Poem1

আমরা মানুষ
ক্লান্ত পাখির ডানায় ভর করে সময় চলে যায় চোখের আড়ালে।
সেখানে নিঃশব্দে ডানায় ঠোঁট গুঁজে সময় ঘুমোয় - আমি তখন স্বপ্নিল।
দু-চোখে স্বপ্ন'রা ভীড় করে থাকে, গায়ে নিয়ে বাস্তবের গর্ভজলের গন্ধ।
আমার হাতে হিসাবযন্ত্র- বোতাম টিপে টিপে দেখি আমার ভাঁড়ারে কি কি এলো;
কি কি নিয়ে আমাকে স্বর্গে যেতে হবে, হিসেব দিতে হবে।
সমস্ত যোগফল যেখানে শূন্য সেখানেও আমারা সংখ্যার হিসেব করি;
আমরা ভুল করি তাই আমরা মানুষ, আমরা ভুল করে শোধরানোর চেষ্টা করি না
আমরা তাই মানুষ।

No comments:

 
;