12 March, 2009

সন্ধ্যা আসে

বসন্তের সন্ধ্যা আসে পাহাড় ডিঙিয়ে,

তার পেছনে কালো রাত

নিভিয়ে দিয়ে সমস্ত রঙ।

হোলি কাল হয়ে গেছে পার-

আবীর পড়ে ছড়িয়ে ছিটিয়ে।

তোমার ঠোঁটের থেকেও লাল সূর্যটা

নিভু নিভু হয়, যেমন উত্তেজনা শেষে

বিছানায় তুমি পড়ে থাকো ঘুমের আবেশে।

জানলায় কাঁচের ওপারে ঘন অন্ধকার,

কাঁচ ভেদ করে ঢুকে পড়ে জোয়ারের জলের মতন।

আলোর সুইচ ভুলে যেতে ইচ্ছে করে,

ডুবে থাকি অন্ধকারে ভুতের মতন।

জোনাকীরা পসরা সাজায় ডালে ডালে,

চাঁদ দেয় চোখে মুখে জল,

কুল কুচো করে জোছনা ছড়াবে সে

ছোট ছোট হীরের মতন।

সন্ধ্যা তারা দিয়ে যাবে টুকি

বাদুড়েরা উড়ে যাবে সাঁই

অলস সন্ধ্যার আগমনে

আর একবার তোমাকে চাই।

ইমনের সুরে আজ দুজনে

বেজে যাবো আবছায়া সন্ধ্যায়,

ফেলে রাখো সব কাজ আজকে

শুধু ভালো করে ডুবে যাক সূর্য।

No comments:

 
;