ভালো কিছু করার জন্য চাই ভাল মানসিকতা। এ দেশের নেতাদের সে কথাটা বোঝাবে কে! রাজনীতি ক্রমশ পেশা হয়ে গেলো। দেশের ও দশের জন্য কিছু করার তাগিদ থেকে আগে নেতার এগিয়ে আসতেন আর এখন পকেট ভরাই হল মূল উদ্দেশ্য। আর জনতা কেবল মাত্র ভোটব্যাঙ্ক।
আরো মাওবাদী আসবে জঙ্গলে
আরো অনেক অকারন রক্তপাত আছে বাকী
মানবতা কোন পথে হারালো
হারাবার আর কিছু আছে নাকি?
বঞ্চনা আর অধিকারের অঙ্ক
ভুল হয় ভাগশেষ থাকে অবশিষ্ট
দেশ আরে দেশ নেই
নাগরিক তাকে করে নষ্ট
মুখ খানি আর ফিরবেনা
দেয়ালেতে ঠেকে গেছে পিঠ
মাথা খালি শুধু পেট আছে বাকি
বিষবৃক্ষের ফল থেকে তাই ধ্বংসের মীনিকীট।

- Follow Me on Twitter!
- "Join Me on Facebook!
- RSS
Contact