10 December, 2008 0 comments

Post5

রাজনীতি মানে কি? কেঊ কেঊ বলে রাজত্ব কর, কোন নীতি ছাড়া। কথাটা নিষ্ঠুর হলেও সত্যি। আমরা যাদেরকে বেছে বেছে আমাদের প্রতিনিধি করে দেশ শাষনের জন্য পাঠাই তারা সেখানে পৌঁছে আমাদের উপর ছড়ি ঘোরাতে শুরু করে। এর প্রতিকার নেই। যারা ক্ষমতা লোভী তারা ক্ষমতা পেলে অন্ধ হয়ে যায়। তবে আমরা কি করবো! বাছাবাছি এড়াতে ভোট কেন্দ্রে যাওয়া ছেড়ে দেবো না প্রতিবাদ করবো। যাই করি না কেন কোন উপায় নেই। তাহলে কিসের স্বাধীনতা কিসের গনতন্ত্র? কি দরকার ছিলো মুক্তিকামী সেই অসাধারন মানুষগুলির বলিদানের, যাদের রক্তের বিনিময়ে আমরা পেলাম কাগুজে স্বাধীনতা কগুজে গনতন্ত্র। যারা তুষ্ট নয় তারা প্রতিবাদ করে। আর প্রতিবাদ করলেই আজ আর সে বিপ্লবী নামে অভিহিত হয় না। তাকে সাজানো হয় সন্ত্রাসবাদী। আর সরকারি সন্ত্রাস সেগুলি হয় বিপক্ষের রাজনীতির সূত্র। সাধারন মানুষ আজ ভারতবর্ষের শাষন ব্যাবস্থাকে ভালোবাসে না ভয় পায় সে সত্যর মুখোমুখি না হওয়াই ভালো। অথচ এই তো আমদের দেশ। এখানে আমি জন্মেছি। আমার অধিকার আছে কিছু বলার কিছু করার। কিন্তু কিছু করার বা বলার উপায় নেই। তবে কি তারাই ঠিক করে যারা গা বাঁচিয়ে চলে। কিন্তু যখন গোটা দেশ ডুববে তখন যতই গা বাঁচাই আমকেউ তো ডুবতে হবে। মাটি কে শক্ত না করলে পায়ের তলার মাটি কখন সরে যাবে কে বলতে পারে। রাজনীতি আজ আর রাষ্ট্রসেবা নয় রাজনীতি আজকে ভোটভিত্তিক এবং কিছু নোংরা লোকের বাসর ঘর। তাই এর থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় আছে। যারা প্রতিদিন আয়নার সামনে দাঁড়ালে গ্লানি বোধ করেন না, যাদের মন থেকে মানবিকতা মুছে যায় নি তাদেরকে সক্রিয় রাজনীতিতে অংশগ্রহন করতে হবে।


 

©সুজেশ

09 December, 2008 0 comments

Poems 4


 

# অজুহাত #

--------------------------------------------------------------------------------------------------

তবে তাই হোক বলে ভগবান হলেন অন্তর্ধান, কারন ভালোবাসা।

মানুষ যে তারই সৃষ্টি, আর কেউ কি নিজের সৃষ্টিকে ভালো না বেসে পারে।

কিন্তু মানুষের কি কোন্‌ দায় আছে? নেই কারন ভগবান তো আর তার সৃষ্টি নয়।

আমরা সব পেলাম কিন্তু আমাদের দেওয়ার কিছু নেই-আর কত সুযোগ নেব আমরা,

আর কতকাল কাটাবো মূর্খের স্বর্গে আর কতকাল নিজেকে ভোলাবো মেকী অজুহাতে।

যাক যা হবে হোক , যেদিন সময় পাবো নিজেকে আচ্ছা করে গালাগালি দিয়ে

ঝাল ঝাড়বো নিজেকে।

*************************************************************

08 December, 2008 0 comments

POEM-3

রাত্রি


 

যখন আবার রাত্রি এলো ফিরে, মাথায় দিয়ে ঘোমটা আড়াল করে

চোখের দেখা দেখবো বলে আমি ছিলাম জেগে সারা রাত্রির ধরে।

আকাশ থেকে পড়লো কত তারা হিমের মত সুক্ষ কনা হয়ে

সবুজ বনে আঁধার মাখা জল কতই গেলো নদীর মাঝে বয়ে।

পাখির ডানায় আবছা আলো মাখা, জোনাই জলে গাছের ডালে ডালে

ধাক্কা খেলো পাগলা এলো হাওয়া অন্ধকারে জ়েলে নৌকার পালে।

দেখছি আমি সকল ঘটে যাওয়া অন্ধকারে মৌনী বাবার মত-

রাত্রি আমার মনের গহন দেশে, রাত্রি আমার হ্রদয় রানীর মত।


 

-সুজেশ

07 December, 2008 0 comments

Poems2

দোষারোপ


এখানে চাঁদের আলো কম, এখানে জীবনের প্রাচুর্যও কম।
এখানে কম সবকিছুই - শুধু বেশী বেশী বেঁচে থাকার ইচ্ছা।
কারা আমাদের বাঁচিয়ে রাখে, কারা আমাদের দেয় অন্ন-জল।
কাদের কৃপাবৃষ্টিতে আমদের আশার বীজের অঙ্কুরোদগম হয়-
আমরা এসব ভাবিনি কোনদিন, ভাবার কিই বা প্রয়োজন!
যারা ভাবে তারা অন্ধকারে থাকে- আলোতে তারা আলুথালু!
আকাশ থেকে গম বৃষ্টি হলেও যারা রুটি খায় না তাদের কি লাভ।
আমরা ও আমদের আখাঙ্খা গুলি নিয়েই আমরা বেশ আছি-
ঘটনার ঘনঘটা যাদের তারা সখের মানুষ।
আমরা মজুদর শ্রেনী, কালকের কথা না ভাবলেও চলবে আমাদের।

0 comments

Poem1

আমরা মানুষ
ক্লান্ত পাখির ডানায় ভর করে সময় চলে যায় চোখের আড়ালে।
সেখানে নিঃশব্দে ডানায় ঠোঁট গুঁজে সময় ঘুমোয় - আমি তখন স্বপ্নিল।
দু-চোখে স্বপ্ন'রা ভীড় করে থাকে, গায়ে নিয়ে বাস্তবের গর্ভজলের গন্ধ।
আমার হাতে হিসাবযন্ত্র- বোতাম টিপে টিপে দেখি আমার ভাঁড়ারে কি কি এলো;
কি কি নিয়ে আমাকে স্বর্গে যেতে হবে, হিসেব দিতে হবে।
সমস্ত যোগফল যেখানে শূন্য সেখানেও আমারা সংখ্যার হিসেব করি;
আমরা ভুল করি তাই আমরা মানুষ, আমরা ভুল করে শোধরানোর চেষ্টা করি না
আমরা তাই মানুষ।
 
;