29 September, 2020

চুল ছেঁড়া যায়

★চুল ছেঁড়া যায়★

গুচ্ছ গাদা হচ্ছে দাদা নতুন নিয়ম হর হামেশাই
তাতে আমার চুল ছেঁড়া যায়, চুল ছেঁড়া যায়।
আমি থাকি কুঁয়োর ভেতর ভাবনা পাতি জন্মে ইতর,
বঙ্গ ক্রাশে বৌদি দেখে মধ‍্যরাতের ঘুম উড়ে যায়।
পাশ বালিশের গা জড়িয়ে খুনসুটি হয় জগাই মাধাই,
তাতে তোমার কী ছেঁড়া যায়? 
'চুল ছেঁড়া যায়, চুল ছেঁড়া যায়।'
উজাড় করা সমাজ নীতি গান্ধী ছাপের প্রেম পিরিতি 
সময় বুঝে জড়িয়ে ধরে হঠাৎ করে ল‍্যাদ মেরে যায়
যেই বোতলের ঢাকনা খুলি অমনি টালে সব ভুলে যাই।
তাতে আমার কী ছেঁড়া যায়?
চুল ছেঁড়া যায়, চুল ছেঁড়া যায়।
ময়দা মাখা মুখের ছবি! আয় মেয়ে তুই পুরুষ হবি,
দেয়াল পেলে হিসু দিয়ে আঁকতে ছবি দম উড়ে যায়,
নাইবা তাতে সন্ধ‍্যা সকাল বাসন মেজে গতর খাটাই
বুঝতে হবে তাতে তোমার 
কী ছেঁড়া যায়? 
'চুল ছেঁড়া যায়, চুল ছেঁড়া যায়।'
চাকরি পাওয়ার কষ্ট দেখে করলে বিয়ে টাঁকলুটাকে 
ভুঁড়ির উপর দুহাত রেখে এখন তুমি খুব অসহায়!
ফিসফিসিয়ে বলছ কথা পাছে তেনার ঘুম ভেঙে যায়।
ভয় নেই আর আইন আছে 
তাতে আমার কি ছেঁড়া যায়!
চুল ছেঁড়া যায়, চুল ছেঁড়া যায়।

#সুজেশ
29092018

No comments:

 
;