বসন্ত
ভাষা নেই আর পিপাসার্ত মুখে – এ বসন্তের তাপে সকলি শুষ্ক,
গলে যাচ্ছে চেতনারা আর অনুভূতিগুলো যে গুলো সদ্যোজাত।
তবুও বসন্তে মনকে ভালো রাখতে হয়,
গুঁজে দিতে হয় প্রস্ফূটিত গোলাপ সময়ের খোঁপায়,
হৃদয়ের বারন্দা ঝাঁট দিয়ে পরিষ্কার রাখতে হয়-
নাহলে নোংরা উড়বে চারিদিকে মলয় বাতাসে।
চুইংগামের মত একঘেয়ে বসন্ত, চোয়াল জুড়ে অতিচর্বনের ব্যাথা
ফেলো দেবো সে সাহস নেই, অজান্তে জুতোয় লাগবে কখন!
সাপের ছুঁচো গেলা হয়ে গলায় বসন্ত, ছেড়ে দেবো সেই উদারতা নেই।
অমার্জিত তোমার প্রকোপ বসন্ত – তোমার সঙ্গমে আমার কবিতা জন্ম নেয়।
পৃথিবীর অরন্যে তুমি আদিম বসন্ত- তুমি আসো যাও ইচ্ছা মত
আমাদের কে সহ্য করতে হয়, ভালবাসতে হয়।
#Sujesh

- Follow Me on Twitter!
- "Join Me on Facebook!
- RSS
Contact