তুমি চাইলেই পেতে পারো একটা গোটা চাঁদ
শুধু তোমারই জন্য, আমি বড় জোর দিতে পারি
দু একটা তারা খুব নিষ্প্রভ।
আমার আশায় তুমি বারন্দায় দাঁড়াতে পারো,
আমি কিন্তু ভুলে যেতে পারি, সাইকেলের চাকা
ঘুরে যেতে পারে চোলাইয়ের ঠেকের দিকে।
মাটির ভাঁড়ে বাংলা তোমার ঠোঁটের থেকেও গরম।
তুমি কেন আমার কথা ভাবো- যে ভাবনা ছেড়েছে বাপ-মায়ে।
তার থেকে তুমি চাঁদ ধর, আমি বরঞ্চ মাতাল হয়ে
জোছনা দেখবো কিছুক্ষন।

- Follow Me on Twitter!
- "Join Me on Facebook!
- RSS
Contact